ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি তিন লাখ টাকার বিভিন্ন ধরনের ভারতীয় চোরাই পণ্য ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (০৫ অক্টোবর) ভোরে উপজেলার গঙ্গাসাগর সীমান্তবর্তী জয়নগর খলাপাড়া এলাকা থেকে এসব পণ্য ও মদ জব্দ করা হয়।
দুপুরে ৬০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ গঙ্গাসাগর বিওপির টহলদল অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী জয়নগর খলাপাড়া এলাকা থেকে পাচারের সময় ৬৪৮ পিস ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইলের ডিসপ্লে, দুই লাখ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ট্যাবলেট, ২৪ বোতল মদ এবং ২৪ বোতল বিয়ার জব্দ করে। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা এসব পণ্য ফেলে পালিয়ে যায়। জব্দকৃত পণ্য ও মদের বাজার মূল্য এক কোটি তিন লাখ টাকা। সীমান্তে চোরাচালানরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।