ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জমি-জমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে মামুনুর রশীদ (৪২) নামে এক ব্যক্তি আপন ছোট ভাইয়ের হাতে নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই ভাইয়ের নাম মাইনুর রহমান (৩৫)। এ ঘটনায় নিহতের স্ত্রী মমতা বেগম (৩০) বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।
জানা যায়, গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলার রাঙ্গামাটি (রসুলবিল) গ্রামের বাবুল হোসেনের বড় ছেলে মামুনুর রশীদ ও ছোট ছেলে মাইনুর রহমান পৈত্রিক সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে বাক-বিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে তারা মারামারি করলে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই মামুনুর রশীদ মারাত্মকভাবে আহত হয়।
পরে তাকে পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই মাইনুর রহমান পলাতক রয়েছে।
ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এদিকে নিহতের স্ত্রী মমতা বেগম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সাথে জড়িত আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।