ভিডিও

দিনাজপুরে কোচের ধাক্কায় অটোবাইক চালক নিহত

প্রকাশিত: অক্টোবর ০৮, ২০২৪, ০৬:১৫ বিকাল
আপডেট: অক্টোবর ০৮, ২০২৪, ০৬:১৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে কোচের ধাক্কায় অটোবাইক চালক ফখরুল ইসলাম নিহত (৫৫) ও যাত্রী ২ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দিনাজপুর শহরের অদূরে ইসলামিক হাসপাতালের ১০০ গজ দূরে মহাসড়কে।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ জানায়, দিনাজপুর থেকে ঢাকা অভিমুখী একটি কোচ (ঢাকা-মেট্রো-ব-১৪-৭৮০৪) বিপরীত থেকে আসা অটোবাইককে ধাক্কা দিলে ফখরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া অটোবাইক যাত্রী মুহম্মদ সাইদুর রহমান (৩০) ও বেলাল (৩০) আহত হয়। থানা কোতয়ালী তাদের চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS