নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় স্কুলছাত্রীকে অপহরণের দায়ে আরিফ নামে এক যুবককে ১৪ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করে ভিকটিমকে প্রদানের নির্দেশ দেয়া হয়।
বিশেষ পিপি আনিসুর রহমান জানিয়েছেন, ২০১৬ সালের ২৪ মে সিংড়া উপজেলার সোহাগবাড়ি গ্রামের আনোয়ারা উচ্চ বিদ্যলায়ের নবম শ্রেণির ছাত্রী স্কুলে যাওয়ার পথে স্থানীয় বখাটে আরিফ তার বন্ধুদের সাথে নিয়ে তাকে অপহরণ করে বগুড়ায় নিয়ে যায়।
এ ঘটনায় অপহৃতার মা আরুনা বিবি বাদি হয়ে মামলা দায়ের করলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গতকাল আসামির উপস্থিতিতে বিচারক এ সাজা দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।