স্টাফ রিপোর্টার : ডিমের মূল্য বৃদ্ধি রোধে বগুড়ার শিবগঞ্জের রাতুল পোল্ট্রি ফার্মে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান আজ বুধবার (৯ অক্টোবর) সকালে উপজেলার রহবল এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
সহকারি পরিচালক মেহেদী হাসান জানিয়েছেন বগুড়া জেলার বিভিন্ন ব্যবসায়ীদের দেয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার রহবলের মেসার্স রাতুল পোল্ট্রি ফার্ম মনিটরিংয়ে যান। সেখানে দেখা যায় খামারি ক্রেতাকে ডিম বিক্রয়ের কোনো রশিদই প্রদান করছেন না।
এমনকি তার কাছে কোনো রশিদ বই-ই পাননি। এভাবে ডিম বিক্রির মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করায় ভোক্তা অধিকার আইনে ফার্মের মালিক ফরহাদ হোসেন পলাশকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ভাউচার প্রদানের জন্য সতর্ক করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।