উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়ায় গতকাল বুধবার বিকেলে বজ্রপাতে সুজন মাহমুদ (১৭) নামের এক কিশোর মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈড় গ্রামে। সুজন এই গ্রামের নবীনূরের ছেলে।
সুজনের পরিবার সূত্রে জানা গেছে, সে লাহিড়ী মোহনপুরহাটে ধান বিক্রি করতে গিয়েছিল। বৃষ্টির মধ্যে সেখান থেকে বাড়ি ফেরার পথে কালিয়াকৈড় গ্রামের পাশে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান সুজন মাহমুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।