কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপি’র সভাপতি বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, আন্দোলনের চাপের মুখে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আর কোন দেশ আশ্রয় দিতে রাজি হচ্ছেনা। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার শেষ রক্ষা হবে না, তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরে এনে বাংলার মাটিতেই গণহত্যাসহ নির্যাতনের বিচার করা হবে।
হাসিনা দীর্ঘ ১৬ বছর অবৈধভাবে ক্ষমতায় বসে থেকে তার নির্দেশনায় আইন শৃখলা বাহিনীসহ তার দলীয় লোকজনদের দিয়ে বিএনপি এবং দেশের মানুষের কন্ঠরোধ করাসহ জুলুম,নির্যাতন করে খান্ত হয়নি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। তার শাসন আমলে দেশে কোন গণতন্ত্রের অস্তিত্ব ছিলনা। মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে দেশ ছাড়া করাসহ খালেদা জিয়াকে জেলে আবদ্ধ করে রেখেছিল। অন্যায় করে আজ পর্যন্ত কোন স্বৈরাচারী শাসক পার পায়নি।
গতকাল বুধবার বিকেলে কাহালু সরকারি কলেজ মাঠে কাহালু উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফজ্জল হেসেন আজাদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
আরও বক্তব্য রাখেন,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা জাহিদুল ইসলাম হেলাল, শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহাজাদী লায়লা, সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসান, সদর থানা বিএনপি’র সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা শ্রমিক দলের আব্দুল ওয়াদুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, ইমাম হাসান, বিএনপি নেতা ফরিদুর রহমান ফরিদ, আনিছার রহমান আনিছ, হাফিজার রহমান বাবু, আব্দুল মোমিন, আব্দুল করিম, মোহাম্মাদ আলী ভূইয়া, প্রভাষক মো.শাহাবুদ্দিন, আবুল কালাম আজাদ, ফাহিম আহম্মেদ সুমন, মুরাদ হোসেন মধু, হাবিবুর রহমান হাবিব, রাকিব ইমতিয়াজ শাওন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও আওয়ামীলীগের সুপ্ত প্রেতাত্নারা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি তাপসী তাবাসুম উর্মিকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।