ভিডিও

পাবনার ঈশ্বরদীতে লিচু বাগানথেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৫:৫৪ বিকাল
আপডেট: অক্টোবর ১০, ২০২৪, ০৫:৫৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের একটি লিচু বাগান থেকে নয়ন নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৯ টায় বড়ইচারা গ্রামের কাঁঠালতলার লিচু বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত নয়ন একই গ্রামের কাঠ ব্যবসায়ী মজিবুর রহমানের ছোট ছেলে। নয়ন জয়নগর শিমুলতলা বাজারের ইলেকট্রিক ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রান্নার উচ্ছিষ্ট ফেলতে গিয়ে একটি লাশ বাগানে পড়ে থাকতে দেখে চিৎকার করেন প্রতিবেশী এক নারী। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা নয়নকে চিনতে পারেন। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম দৈনিক করতোয়াকে জানান, এটা হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পর বলা যাবে। লাশ প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS