বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১বিজিবি) অধীনস্থ ফুলতলী, লেম্বুছড়ি, জারুলিয়াছড়ি এবং ভালুখাইয়া বিওপির টহলদল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৬ লক্ষাধিক টাকা মূল্যের ৮টি বার্মিজ গরু ও ৯টি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (৯ অক্টোবর) বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১বিজিবি) অধীনস্থ সীমান্ত এলাকা ফুলতলী, লেম্বুছড়ি, জারুলিয়াছড়ি এবং ভালুখাইয়া বিওপির টহলদল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৮টি বার্মিজ গরু ও ৯টি মহিষ আটক করতে সক্ষম হয়।
এর মধ্যে ফুলতলী বিওপির টহলদল ৩টি গরু ও ৩টি মহিষ, লেম্বুছড়ি বিওপির টহলদল ৫টি মহিষ, জারুলিয়াছড়ি বিওপির টহলদল ৩টি গরু এবং ভালুখাইয়া বিওপির টহলদল ২টি গরু ও ১টি মহিষ আটক করে। আটক গবাদি পশুর আনুমানিক সিজার মূল্য ১৬ লক্ষাধিক টাকা।
গবাদি পশুগুলো স্থানীয় কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।