চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে পদ্মায় ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলা উড়িঘাটে এ ঘটনা ঘটে। মৃত শিশুটির নাম সানাউল্লাহ (১০)। সে দুর্লভপুর ইউনিয়নের চামাভান্ডার গ্রামের মো. জাহির আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, নানার বাড়ি চর কানছিড়া বেড়াতে গিয়ে বোগলা উড়িঘাটে গোসল করতে পদ্মা নদীতে নামে শিশু সানাউল্লাহ। শিশুটি মানসিক ভারসাম্যহীন ও সাঁতার না জানার কারণে পানিতে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়রা সানাউল্লাহকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।