বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবিতে আয়শা খাতুন ( ৪২) নামে এক নারীকে মারপিটের অভিযোগ উঠেছে ভাইদের বিরুদ্ধে। এসময় তার দুই মেয়ে এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে হামলাকারীরা। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার দমদমা খুলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী আয়শা খাতুন পাঁচবিবি থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার খুলুপাড়া মহল্লার শফিকুলদের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোটা নিয়ে আয়েশার বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে তিনি তাদের এমন করতে নিষেধ করলে তারা তার ওপর হামলা করে। এসময় তার চিৎকারে তার মেয়েরা এগিয়ে এলে তাদেরর মারপিট করা হয়।
অভিযোগ বিষয়ে শফিকুল আলম চৌধুরী বলেন, আমার বোনের করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোন মারধর করিনি।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী বলেন,তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।