ভিডিও

আখাউড়ায় বিজিবির হাতে ২ ভারতীয় আটক 

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৪, ০৪:৩২ দুপুর
আপডেট: অক্টোবর ১২, ২০২৪, ০৪:৩২ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাউতলা এলাকা থেকে বিজিবির সদস্যরা দুই ভারতের নাগরিককে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর এলাকার মান্নান মিয়া ছেলে মুন্না মিয়া (২৪) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। তাদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, গ্রেপ্তাররা অবৈধ পথে বাংলাদেশে আসেন। ব্যক্তিগত কাজে তারা এ দেশে এসেছেন বলে বিজিবিকে জানিয়েছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS