ভিডিও

রাঙামাটিতে জাম্বুরা ভর্তি ট্রাক থেকে অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪, ০২:৩১ দুপুর
আপডেট: অক্টোবর ১৩, ২০২৪, ০২:৩১ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  রাঙামাটিতে মানিকছড়ি চেকপোস্টে জাম্বুরা ভর্তি একটি ট্রাক থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের অবৈধ সিগারেটসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। 

শনিবার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ওই চেকপোস্টে একটি ট্রাক তল্লাশিকালে সিগারেটসহ ট্রাকের চালক রোমান ও হেলপার মঞ্জুরুল আলমকে আটক করা হয়।

পুলিশ জানায়, জাম্বুরা ভর্তি একটি ট্রাক মানিকছড়ি চেকপোস্টে তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিকমূল্য প্রায় দেড় কোটি টাকা। এসব সিগারেট পার্বত্য এলাকার সীমান্ত হয়ে ভারত থেকে বাংলাদেশে ঢুকে। 

কোতয়ালী থানার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন সিগারেট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে এজাহার প্রস্তত করা হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS