নিউজ ডেস্ক: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৩ কেভি একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠা এক মানসিক ভারসাম্যহীন যুবককে এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল পশ্চিমপাড়া এ ঘটনা ঘটে। একঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই যুবককে উদ্ধার করেন।
বৈদ্যুতিক টাওয়ার থেকে নামিয়ে আনা যুবক নাসির উদ্দীন (৩৫) নোয়াখালীর সেনভাগ উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামে বসবাস করেন বলে ফায়ার সার্ভিসের নিকট জানিয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়া নাসির উদ্দীন একজন মানসিক ভারসাম্যহীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার সময় সবার অজান্তে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন নাসির উদ্দীন নামে ওই যুবক। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ওই যুবককে টাওয়ারের চূড়ায় থেকে নেমে আসতে বলে। স্থানীয়দের কথায় যুবকটি কোন কর্ণপাত না করলে তখন তারা বুড়িচং ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার অভিযানে নামে। প্রায় একঘণ্টা চেষ্টার পর তাকে বৈদ্যুতিক টাওয়ারের চূড়া থেকে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর সে জ্ঞান হারিয়ে ফেললে মাথায় ও মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর পর স্থানীয় ইউপি মেম্বারের হেফাজতে দেওয়া হয়। এছাড়া তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।