নিউজ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাইশারী ইউনিয়নে ছাদু অংপাড়া এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা।
এ ঘটনায় রাতেই ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে নাইক্ষ্যংছড়ির থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন- একই ইউনিয়নের যৌথ খামার পাড়ার নূর মোহাম্মদের ছেলে সেলিম (২৩) ও নুরুল হোসেনের ছেলে মতিউর রহমান (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরী খালে পানি আনতে গেলে অভিযুক্তরা তার পিছু নেয়। একপর্যায়ে খালের পাশে জঙ্গলে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন সেলিম। এ সময় পাহারায় ছিলেন মতিউর।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাশরুরুর বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হওয়ার পরপরই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।