রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচা বাজারের কমিটির সভাপতি আবুল হোসেন ও তার ভাই মাহবুবকে গুলি করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, একটি মোটরসাইকেলে করে তিনজন বাজারে ঢুকে সমিতির সভাপতি আবুল হোসেনের অফিসে যায়। সেখানে আলাপ-আলোচনা শেষে তিনজন বের হয়ে যাওয়ার সময় সভাপতি আবুল হোসেন চিৎকার শুরু করেন। তখন বাজারের লোকজন ওই তিন ব্যক্তিকে ঘিরে ধরলে একপর্যায়ে সবার সামনেই সভাপতি আবুল হোসেনের পায়ে দুটি এবং তাঁর ভাই মাহবুবের পিঠে একটি গুলি করে। পরে আরও দুটি ফাঁকা গুলি করে মোটরসাইকেল রেখেই দৌড়ে পালিয়ে যায় তারা।
তিনি আরও বলেন, বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।