ভিডিও

চৌদ্দগ্রামে মুখ, হাত,পা বাঁধা নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার 

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০১:৪৭ দুপুর
আপডেট: অক্টোবর ১৯, ২০২৪, ০১:৪৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের মধ্যম ফাল্গুনকরা এলাকা থেকে রবি অজিয়াটা টাওয়ারের আবুল হাসেম (৬৫) নামে একজন নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে তার মুখ, হাত, পা গামছা দিয়ে বাঁধা, নাক থেতলানো অবস্থায় ছিল। 

ধারণা করা হচ্ছে, চুরি করার উদ্দেশে চোরচক্র এই ঘটনা ঘটিয়েছে।

নিহত আবুল হাসেম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার করোটি চকবাড়ি গ্রামের মৃত আকবর আলী ছেলে। 

সংশ্লিষ্ট এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাসেম ছাড়াও হাফেজ শফিউল্লাহ সিকিউরিটি গার্ড হিসেবে ফাল্গুনকরা রবি টাওয়ারে দায়িত্ব পালন করছিলেন। তবে শফিউল্লাহ ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতারুজ্জামান বলেন, লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে হত্যার আলামত পেয়েছি। বিস্তারিত পরে জানা যাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS