নিউজ ডেস্ক: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা ও সেনাবাহিনীর উপর হামলা মামলায় পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন মুন্সীসহ ৪ আওয়ামী লীগ নেতাকর্মীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে দিদার হত্যা মামলায় ৩ জন ও সেনাবাহিনীর উপর হামলা মামলায় ১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিলন মুন্সী, ছাত্রলীগ কর্মী সাব্বির মুন্সী ও রানা মোল্লা এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম।
ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, শনিবার (১৯ অক্টোবর) রাতে গ্রেপ্তারকৃতদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় নিজ বাড়ি থেকে এদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মামলা দায়েরের পর থেকে এরা দীর্ঘদিন এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন। পুলিশের নিয়মিত অভিযানে এদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।