নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক কলাবাধা এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত নারী ও ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার মৌচাক কলাবাধার একটি পুকুরে মরদেহ দু'টি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে মধ্যবয়সী নারী ও এক শিশুকে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সম্পর্কে তারা মা-ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ বলেন, পুকুরে লাশ দেখা গেছে এমন সংবাদে ঘটনাস্থলে গিয়ে একজন মহিলা ও ৩-৪ বছর বয়সী শিশুর মরদেহ পাওয়া গেছে। তাদের বিস্তারিত পরিচয় অনুসন্ধান করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।