ভিডিও

হরিপুরে আম বাগানের মুকুলে মৌমাছির গুঞ্জন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১০:২৯ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১০:২৯ রাত
আমাদেরকে ফলো করুন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে আমবাগানে আমের মুকুল ফুটতে শুরু করেছে, মৌমাছির গুনগুন শব্দে মুখরিত হয়ে উঠেছে বাগানগুলো। আম চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে। মাঘ মাসের শেষে শীতের মাঝেও গাছে-গাছে মুকুল দেখা দিয়েছে।

দামোল গ্রামের আমবাগান মালিক আবুল হাসান রনি বলেন, তার সাড়ে তিন বিঘা জমিতে আমবাগান আছে। গত বছর ৩ লাখ টাকায় বিক্রি করেছিলাম। এবছর অগ্রিম ৫ লাখ টাকা দাম বলছে। ঐ গ্রামের হাসিমউদ্দিন দোকানদার বলেন, তার ২ একর জমিতে আমবাগান আছে গত বছরের তুলনায় এবার বেশি দাম পাওয়া যেতে পারে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, হরিপুর উপজেলায় ২১৪ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। এরমধ্যে আম্রপালি ১২৯ হেক্টর, ফজলি ৪ হেক্টর, ল্যাংড়া ৯ হেক্টর, গোপালভোগ ১০ হেক্টর, সূর্যাপুরী ১৮ হেক্টর, নিলাম্বরী ৮ হেক্টর, বারী চার ১০ হেক্টর, হাড়ি ভাঙ্গা ১২ হেক্টর, হিমসাগর ১ হেক্টর, আশ্বিনা ৪ হেক্টর।

উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন বলেন, এবছর এখন পর্যন্ত আবহাওয়া ভালো আছে এ বছর আমের ফলন ভালো হতে পারে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS