মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কায়ুম দেওয়ান (২০) সদর উপজেলার জাগীর ইউনিয়নের উকিয়ারা গ্রামের মৃত রজ্জব দেওয়ানের ছেলে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবেল হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে পাঁচ ও ছয় বছরের ওই দুই শিশু তাদের বাড়ির সামনে খেলা করছিল। এসময় কায়ুম এসে তাদের বড়ই খাওয়ানোর কথা বলে বাড়ির সামনের চকের ভুট্টার খেতে নিয়ে যায়। সেখানেই শিশুদের ধর্ষণের চেষ্টা করে। সেই সময় শিশুদের চিৎকারে পালিয়ে যায় কায়ুম। শিশুরা পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে। পরে রাত ১১টার দিকে সদর থানার পুলিশ কায়ুমকে গ্রেফতার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, নির্যাতিত শিশুদের মধ্যে একজনের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত কায়ুম দেওয়ানকে কোর্টে পাঠানো হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।