শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুর পৌর এলাকার ব্যস্ততম বাজার মনিরামপুরে আরিয়ান টেলিকম নামে এক দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা দোকানের ৬টি তালা ভেঙে নগদ টাকাসহ ব্যান্ডের প্রায় ৫০টি দামি মোবাইল নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
দোকান মালিক শরিফ জানান, গতকাল শুক্রবার দিবাগত রাতে দোকানের তালা ভেঙে চোরেরা মোবাইল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।
এ ব্যাপারে আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দোকানের মালিক থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশের একটি দল ও বনিক সমিতির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।