ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : ফরিদপুর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে সোলেমান আলী (৭) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সোলেমান আলী উপজেলার বাঐকোলা গ্রামের আব্দুল আমিনের ছেলে এবং বাঐকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
সোলেমান আলীর পিতা আব্দুল আমিন জানান, আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পাশের নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
পরে অনেক খোঁজাখুঁজি করে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।