ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : ফরিদপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিশু(৭) শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগে তরিকুল ইসলাম(৭০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। তরিকুল ইসলাম উপজেলার সোনাহারা গ্রামের আব্দুল দায়েন মোল্লার ছেলে এবং ভুক্তভোগী শিশুর প্রতিবেশি।
ভুক্তভোগীর বাবা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় প্রতিবেশি তরিকুল ইসলাম শিশুটিকে ডেকে নিজের ঘরে নিয়ে বলাৎকারের চেষ্টাকরলে সে চিৎকার দেয়। এসময় তার দাদি টের পেয়ে শিশুকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
এ বিষয়ে শিশুর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ রাতেই তরিকুল ইসলামকে গ্রেফতার করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।