আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : চলন্ত ট্রেনে যাত্রীর পকেট থেকে টাকা চুরির অপরাধে সাজ্জাদ হোসেন নামের এক পকেটমারকে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। সাজ্জাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জিন্নত আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার রাতে নীলসাগর এক্সপ্রেস টেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনযাত্রী সাদিকুল ইসলাম বাদি হয়ে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন।
সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার দিবাগত রাতে চলন্ত ট্রেনের কামরায় ট্রেনযাত্রী সাদিকুল ইসলামের পকেট থেকে টাকা চুরির সময় অপর যাত্রীরা দেখতে পেয়ে সাজ্জাদ হোসেন নামের ওই পকেটমারকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতেই ওই যাত্রী বাদি হয়ে মামলা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।