নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম শহরের জনতা মার্কেটস্থ মা মোবাইল প্যালেসে আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে চুরির ঘটনা ঘটেছে। দোকানের তালা কেটে টাকাসহ প্রায় ১৪ লাখ টাকার মূল্যের মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সংঘবদ্ধ চোরচক্র কৌশলে দোকানের তালা কেটে ভিতরে ঢুকে দুই লাখ ৫০ হাজার টাকা ও বিভিন্ন ব্রান্ডের প্রায় ১৪ লাখ টাকার মূল্যের মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। দোকান মালিক খালিদ হাসান আকাশ বলেন, ‘সকালে এসে দোকানের তালা খোলার সময় একটি তালা কাটা অবস্থায় দেখি। দোকানে ঢুকে দেখতে পাই দোকানের র্যাকে সাজানো মোবাইলগুলো নেই।
সিসি ক্যামেরায় দেখা যায় সকাল সাড়ে ৭টার দিকে দোকানের একটি তালা খুলে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে ড্রয়ারে রাখা টাকা ও বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ মোবাইল চুরি করে নিয়ে গেছে।’ এ ব্যাপারে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।