ভিডিও

সড়ক দুর্ঘটনায় কাহালু থানার এস.আই রমজান আলী গুরুতর আহত: ঢাকায় স্থানান্তর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ১২:২৬ রাত
আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ১২:৩৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

কাহালু ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার কাহালু থানার এস.আই রমজান আলী সরকার(৪৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ৮ টার সময়, বগুড়া-সান্তাহার সড়কের কাহালু উপজেলার নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের পাশে।

জানা গেছে এস. আই রমজান ওয়ারেন্ট তামিল শেষে নিজ মটরসাইকেল যোগে কাহালু থানায় ফেরার পথে বিদ্যালয়ের গেটের পাশে দাঁড়িয়ে থাকা মালপত্র বোঝাই একটি ঠেলাগাড়ির সাথে মোটরসাইকেলটি প্রচন্ড বেগে ধাক্কা খায়।

এতে তিনি তার বাম পায়ে গুরুতর ভাবে আঘাত পান। এরপর তাকে সাথে সাথে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। কাহালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান তার পায়ের উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS