সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিস কার্যালয়ের হলরুমে ৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার লাবু (জিপগাড়ী), জেলা আওয়ামী লীগের সদস্য ও মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মোকবুল হোসেন মকুল (ঘোড়া), পিপি এড. আব্দুর রহমান (মোটরসাইকেল), সাকওয়াত আলী সেলিম (হেলিকপ্টার), রেফাজ উদ্দিন (আনারস) ও আব্দুর রহমান (চশমা)।
প্রতীক বরাদ্দের পূর্বে প্রার্থীদের মাঝে নির্বাচনি আচরণবিধি উল্লেখ করেন জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাচনে মোট ৯টি উপজেলা ১১ থানা ইউনিয়ন পরিষদের ১১৯৬ জন জনপ্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ৯টি ভোটকেন্দ্রে আগামী ৯ মার্চ সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।