উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়া মডেল থানা পুলিশ নারী চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে ধরা হয়। এসময় এদের কাছে থেকে ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
ধৃত চোরেরা হলো- উল্লাপাড়ার ঘাটিনা গ্রামের বুলবুলি খাতুন (৪৫), জামালপুর জেলার মাহমুদপুর নতুনপাড়ার রুপালী খাতুন (৪০), রুপালী পারভীন (৪২), মোরশেদা খাতুন (৩০), আঞ্জু খাতুন (৩৫), রীতা খাতুন (১৪), আনোয়ারা খাতুন (২০), পাবনা জেলার ঈশ্বরদীর রাবেয়া খাতুন (২১), গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবনুর খাতুন (২০) ও নাসিমা খাতুন (২৭)।
আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়া মডেল থানা আয়োজিত সংবাদ সম্মেলনে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, উল্লেখিত চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের বিভিন্ন হাট বাজারে গিয়ে নানা কৌশলে লোকজনের টাকা চুরি করতো।
এছাড়া বিভিন্ন ব্যাংকে আসা গ্রাহকেরা টাকা তুলে নিয়ে যাওয়ার সময় সুবিধাজনক স্থানে তারা টাকা ছিনতাই করতো বলে থানায় একাধিক অভিযোগ আসে। থানার ওসি আসিক মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম চোর চক্রের সদস্যদের গ্রেফতার করে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় মামলা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।