ভিডিও

রাজশাহীতে ৮ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৭:৩২ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৭:৩২ বিকাল
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত রোববার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মানিক (৪৩), শাকিল হোসেন মিঠু (৩৫), সাইফুল ইসলাম (৩২), নয়ন (২৯), সাইদুল ইসলাম (৪৫), আনারুল ইসলাম (৩০), পিয়ারুল ইসলাম (৩২) ও হাসান আলী (৫০)। তারা সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকার বাসিন্দা। 

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান করছিলো। এসময় রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় এলাকায় জুয়াড়িরা তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে রাত দেড়টায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে টাকা ও তাস উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS