মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচিতে মেয়াদোত্তীর্ণ স্যালাইন খেয়ে জিমহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন মৃত ওই শিশুটির মা ও বোনসহ আরও চারজন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জিমহা খাতুন বেলকুচি উপজেলার বৈলগাছি গ্রামের কাইয়ুম উদ্দিনের মেয়ে। অসুস্থরা হলেন মৃত জিমহার মা পারভীন খাতুন, বোন রিয়া, নুরি ও কাইয়ুম উদ্দিনের ভাতিজী মিথিলা।
সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সারাদিন রোজা রেখে ইফতারিতে ওরস্যালাইন ও ইস্পি পাউডার গুলিয়ে ইফতার করেন পারভিন খাতুন। এ সময় তার তিন সন্তান জিম, রিয়া, নুরি ও ভাতিজী মিথিলা ওরস্যালাইন ও ইস্পি পাউডারের মিশ্রণের পানি পান করেন। ইফতার শেষে পারভিন ও তার তিন শিশু সন্তান ও ভাতিজি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাদের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
হাসপাতালে আসার পর জিমহা নামের তিন বছরের শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য অসুস্থ অপর চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জিমহার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।