ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী খোরশেদ আলম সেখ (৫০) ও তার সহযোগী শফিকুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পলেথিনে মোড়ানো সাড়ে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত খোরশেদ আলম উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের শাহদহ গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং শফিকুল ইসলাম জালশুকা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের পর ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, খোরশেদ আলম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন ধরণের মাদক দ্রব্য বিক্রি করে। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাতে খোরশেদ আলম ও তার সহযোগী শফিকুল ইসলাম শাকদহ গ্রামে নিজ বাড়িতে বসে গাঁজা বিক্রি করতে থাকে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোস্তাফিজ আলমের নেতৃত্বে অন্যান্য সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।