চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমলয় পদ্ধতিতে চাষাবাদের আওতায় বোরো ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলার ভাদড়া গ্রামে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার এএ মাসুমবিল্লাহ। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক ড. মো. জামাল উদ্দিন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোছা. ফিরোজা পারভীন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, ইউপি সদস্য হাসিনুর রহমান, সুপ্রিম সিড কোম্পানীর সিনিয়র ম্যানেজার মো. আনোয়ার হোসেন, মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উজ্জল হোসেন প্রমুখ।
এসময় কৃষক, কিষাণী, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে মাঠে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে হাইব্রিড সুরভি-১ জাতের ধানের চারা রোপণের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।