সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় মসজিদের পাশে একটি কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার আজিজা হক মসিজদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক শরীফ আহম্মেদ জানান, রাতে কোনো একসময় কে বা কারা মসজিদের পাশে একটি কার্টনে নবজাতকের মরদেহ ফেলে রেখে যান। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। গর্ভপাতের পর মৃত অবস্থায় শিশুটিকে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।