ভিডিও

এই শিক্ষার্থীরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে :রিপু এমপি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৮:৪৪ রাত
আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৮:৪৪ রাত
আমাদেরকে ফলো করুন

বগুড়ার সুবিল উচ্চ বিদ্যালয় ও সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সুবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল-রাজি জুয়েলের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন  প্রধান অতিথি রাগেবুল আহসান রিপু এমপি। তিনি বলেন, এই শিক্ষার্থীরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা সংস্কৃতিক চর্চারও প্রয়োজন রয়েছে।

এই শিক্ষার্থীরা আগামী দিনে এই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে কোন অনিয়মকে প্রশ্রয় দেন না। তাই শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. মকবুল হোসেন মুকুল।

বিশেষ অতিথি রাগেবুল আহসান রিপু এমপি’র সহধর্মিণী জোবাইদা আহসান জবা, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ, উপজেলা শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান।

এ সময় উপস্থিত ছিলেন সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব নওশাদ-উর রহমান নিশাদ, প্রভাষক আব্দুল্লাহ আল শাফি সুজন, সমাজসেবিকা অনিকা তাবাসসুম অনন্যা, সুবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান রয়েল ও সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শরিফা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক স্বপন কুমার ঘোষ, রুবেল হোসেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS