ভিডিও

নন্দীগ্রামে স্ত্রী সংসার করবে না বলাতে স্বামীর আত্মহত্যা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১০:১৩ রাত
আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১০:১৩ রাত
আমাদেরকে ফলো করুন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা প্রমাণ করতেই দিতে হলো প্রাণ। স্ত্রী বাড়িতে ফিরবে না সংসারও করবে না- এ কথা বলাতে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে ভ্যানচালক স্বামী। বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার কালিকাপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুল কুদ্দুস (৩৫) ওই মহল্লার আমিরুল ইসলামের ছেলে।

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন জানান, গতকাল বুধবার দুপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ভ্যানচালক মারা যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আব্দুল কুদ্দুস।

সম্প্রতি তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়। বিন্দুমাত্র ভালোবাসা নেই অভিযোগ তুলে স্ত্রী চলে যায় বাপের বাড়ি। ঘটনার দিন স্ত্রীকে নিতে শ্বশুর বাড়িতে যায় কুদ্দুস। সে ভালোবাসার প্রকাশ করে স্ত্রীকে সংসারে ফিরতে বললে স্ত্রী জানায়, সে স্বামীর সংসারে ফিরবে না সংসারও করবে না।

এ কথা বলাতে অভিমান করে নিজ বাড়িতে ফিরে গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করছিল কুদ্দুস। স্বজন ও স্থানীয়রা ওই ভ্যানচালককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস মারা যায়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS