স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৪৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। চার এপিবিএন বগুড়ার সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এপিবিএন সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের গোকুল এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিলসহ কলিম উদ্দিন (৩৫) নামে মাদক কারবারিকে গ্রেফতার করে। সে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ছেপড়াঝাড় এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে।
অপরদিকে, গোকুল এলাকায় গত মঙ্গলবার দুপুরে আরও একটি অভিযান চালিয়ে ২১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি এসএম সালমান হৃদয় (৩৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালমান হৃদয় বগুড়া সদরের উত্তর ডেকড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।