পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় নুরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
তিনি সৈয়দপুর উপজেলার চৌমুহনী লক্ষ্মনপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। জানা যায়, আজ শুক্রবার (১ মার্চ) দুপুরে বৃদ্ধ নুরুল ইসলাম তার নাতনিকে সাথে নিয়ে অটোবাইকে চড়ে ভাতিজির বাড়ি পার্বতীপুরের বেলাইচন্ডীর বাঘাছড়া গ্রামে যাচ্ছিল।
পথিমধ্যে বেলাইচন্ডী রেলস্টেশন নিকট লেভেল ক্রসিং অতিক্রমকালে পার্বতীপুর থেকে ছেড়ে যাওয়া তিতুমীর ট্রেনের ধাক্কায় অটোবাইক ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই বৃদ্ধ নুরুল মারা যান।
এ ঘটনায় তার নাতনি শাহানাজ খাতুন (৫) ও অটোবাইক চালক নুর ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছে। তাদের উভয়কে রংপুর মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।