করতোয়া ডেস্ক : ‘করবো বীমা গড়রো দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল বিভিন্নস্থানে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন,
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার (১ মার্চ) দিবসটি পালন উপলক্ষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও জান্নাত আরা তিথির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পান্রি ডেপুটি জেনারেল ম্যানেজার শাহিনুর আলী মিয়া, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার নুর আলম সিদ্দিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, জীবন বীমা কর্পোরেশনের শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, বীমা কর্মী হাওয়া বিবি প্রমুখ।
পরে দুইজন গ্রাহকের মাঝে চেক বিতরণসহ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জয়পুরহাট জেলা প্রতিনিধি : দিবসটি উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে এবং সরকারি ও বেসরকারি বীমা কোম্পানির সহযোগিতায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল বাইন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার শফিকুল আলম, সাধারণ বীমা কর্পোরেশনের ম্যানেজার হারুনুর রশীদ, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর জেনারেল ম্যানেজার এসএম শফিকুল ইসলাম প্রমুখ। সভার পর পপুলার লাইফ ইনস্যুরেন্স ও মেঘনা লাইফ ইনস্যুরেন্সের মেয়াদ উত্তীর্ণ দাবির চেক প্রদান করা হয়।
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আজ শুক্রবার (১ মার্চ) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুনিরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বীমা দিবসে আক্কেলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছানোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এড. রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, আক্কেলপুর থানা পুলিশ পরিদর্শক মাসুদ রানা, প্রসাশনিক কর্মকর্তা আয়ুব আলী মিয়া, সাংবাদিক মিনার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বীমা কর্মকর্তা, ফিল্ড অফিসারসহ সুধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে এক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।