সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের ভিক্ষুকরা দুই টাকার কয়েন নিতে রীতিমতো অনীহা প্রকাশ করছে। সরকার দুই টাকার কয়েন অচল ঘোষণা না করলেও ভিক্ষুকরা তা না নেওয়ায় এলাকার সাধারণ লোকজন বিপাকে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন সুজানগর পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন বাসা-বাড়িতে ভিক্ষা নিতে প্রচুর পরিমাণে ভিক্ষুক আসেন। কিন্তু ওই সকল ভিক্ষুকরা দুই টাকার কয়েন ভিক্ষা না নিয়ে পাঁচ টাকার কয়েন অথবা কাগজের পাঁচ টাকা ভিক্ষা চান।
এ ক্ষেত্রে কেউ কাগজের পাঁচ টাকা বা পাঁচ টাকার কয়েন না দিলে ভিক্ষুকরা ভিক্ষা নিতে অনীহা প্রকাশ করেন। এতে বিশেষ করে সাধারণ লোকজনের ভিক্ষা দেওয়া নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।