বিনোদন প্রতিবেদক : নিজ দেশের পাশাপাশি ওপার বাংলাতেও নিয়মিত কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। তারই ধারাবাহিকতায় এবার আরও একটি নতুন সিনেমা আসতে চলেছে তার। নাম ‘ও অভাগিনী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার অনির্বাণ চক্রবর্তী। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মিথিলাকে। জানা গেছে, আগামী ২৯শে মার্চ সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এমনটা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেও।
রাফিয়াত রশিদ মিথিলা বলেন, প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এটি আমার তৃতীয় সিনেমা হতে যাচ্ছে। অনেকদিন আগে এর শুটিং শেষ করেছিলাম। কাজটা করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। পশ্চিমবঙ্গের একদম প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছি। সে সময় অনেক ঠাণ্ডা পড়েছিল। সবকিছু মিলিয়ে কাজটি করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে ভালো লাগছে। মিথিলা ছাড়াও ‘ও অভাগিনী’ সিনেমাতে আরও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।
উল্লেখ্য, এরইমধ্যে মিথিলা শেষ করেছেন শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’র শুটিং। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘জলে জ্বলে তারা’ নামক সিনেমা। এ ছাড়াও আসছে ঈদে মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘কাজলরেখা’।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।