ভিডিও

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে হোটেল শ্রমিক নিহত

প্রকাশিত: মার্চ ০৩, ২০২৪, ০৭:৩১ বিকাল
আপডেট: মার্চ ০৩, ২০২৪, ০৭:৩১ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক হোটেল শ্রমিক নিহত হয়েছে। আজ রোববার (৩ মার্চ) বিকাল চারটার দিকে শহরের আকাশতারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাবলু মিঞা। সে শহরতলী কুরশাপাড়া এলাকার জলিল মিঞার ছেলে এবং আকাশতারা এলাকায় সেতু হোটেল এন্ড রেস্টুরেন্টে কাজ করতো।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খায়রুল বাসার এসব তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেনে কাটা পড়ে শাবলু নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সেতু হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সুনীল পাল বলেন, বিকেলে শাবলু অসুস্থতার কথা বলে বাড়িতে যাওয়ার জন্য হোটেল থেকে বের হয়। পরে জানা যায় সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS