পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূকে (২৮) ধর্ষণের ঘটনায় সুজন হাওলাদার (২৪) নামে এক ছাত্রলীগ নেতা ও রাজিব হাওলাদার (২২) নামের এক অটো চালককে আটক করা হয়েছে। রোববার দুপুরে পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া বাজার থেকে তাদের আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে সুজন ও রাজিব ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ সময় আপত্তিকর অবস্থার মোবাইলে ছবি ধারণ করেন। এরপর ওই ছবি দেখিয়ে তার সঙ্গে পুনরায় শারীরিক সম্পর্ক করতে চান তারা। এতে ওই মহিলা রাজি না হওয়ায় আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠানো হয়।
এ ঘটনায় ওই নারী রোববার সকালে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পরে পুলিশ দুপুর ১টায় তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
আটককৃত সুজন জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আর রাজিব অটোচালক বলে জানা গেছে।
বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই নারীকে ধর্ষণ অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।