শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের পল্লীতে ৩০ বিঘা ধানি জমি দখল নিয়ে মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ উভয় পক্ষের আটজন আহত হয়েছে। এ ব্যপারে শিবগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে বিরোধপূর্ণ ৩০ বিঘা জমিতে আজ রোববার (৩ মার্চ) দুপুরে রাধাকান্তপুর গ্রামের হুমায়ূন কবিরের লোকজন ওই জমিতে হালচাষ করতে গেলে পূর্ব সৈয়দপুর গ্রামের আফজাল হোসেন ও সিরাজুল ইসলামসহ নারী-পুরুষ একত্রিত হয়ে জমিতে চাষ দিতে বাধা দেয়।
এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এ সময় আফজাল হোসেন, সিরাজুল ইসলাম, আসলাম হোসেন, মিনি বেগম, সাবিনা বেগম, হামিদা বেগম এবং অপর পক্ষের জাহাঙ্গীর হোসেন, আবু জাফর, মজনু মিয়া আহত হয়। আহতরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
এব্যাপারে আফজাল হোসেন বলেন, ‘উল্লেখিত জমির যাবতীয় কাগজপত্রাদি আমাদের নামে রয়েছে। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় জবর দখল করার চেষ্টা করছে। প্রতিকার পেতে আমরা থানায় অভিযোগ করেছি। প্রতিপক্ষরা বার বার আমাদের জমি বেদখল করার চেষ্টা করছে।’
অপর পক্ষ হুমায়ূন কবির বলেন, ‘জমির কাগজপত্রাদি আমাদের নামে থাকায় আমরা ভোগ দখল করছি। তবে আফজাল হোসেনসহ তার লোকজন অন্যায়ভাবে আমাদের বাধা প্রদান করছে।’ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশিক ইকবাল বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।