সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : ডেমরা-বাঘাবাড়ি সড়কের সাথিঁয়া উপজেলার বড় পাথাইলহাট বাজারে ট্রাক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। আজ রোববার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, বড় পাথাইল হাট নামকস্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে থাকা দোকানে ঢুকে পড়ে। এসময় দোকানে বসে থাকা বীর মুক্তিযোদ্ধা আকসেদ মন্ডল (৮৫) নামে ঘটনাস্থলেই নিহত হন।
এসময় আহত হন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের বড় পাথাইলহাট গ্রামের জহুরুল ইসলাম(৩৫) শাহিদা খাতুন(৩৭), নুর ইসলাম মন্ডল(৬০), রতন মোল্লা(৩০)। এদের গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে ফরিদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় একজন মারা যান এবং চারজন আহত হন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।