ভিডিও

কাহালুতে চুরি যাওয়া ৩৩ বস্তা জিংক সালফেট সার উদ্ধার, ৩ জন গ্রেফতার

প্রকাশিত: মার্চ ০৩, ২০২৪, ০৯:৩৩ রাত
আপডেট: মার্চ ০৩, ২০২৪, ০৯:৩৩ রাত
আমাদেরকে ফলো করুন

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়া’র কাহালু থানার পুলিশ চুরি যাওয়া ৩৩ বস্তা জিংক সালফেট সার উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জোড়া, তালতলা  গ্রামের  মো. আব্দুল আজিজ প্রাং এর ছেলে মো. রাকিবুল হাসান (২৮),কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেখাহার, তেলিপাড়া গ্রামের মো. চাঁন সরদারের ছেলে মো. আব্দুল মোমিন সরদার (২০), একই ইউনিয়নের বাথই, পশ্চিমপাড়া গ্রামের পিতা-মো. জাবেদ মন্ডলের ছেলে মোঃ সাব্বির মন্ডল (২০)।

উল্লেখ্য গত ২৪ ফ্রেব্রুয়ারি রাতে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাসস্ট্যান্ডের সংলগ্ন বাথই গ্রামে যাওয়ার পাকা রাস্তার পশ্চিম পাশে সার ব্যবসায়ী মো. জাকির হোসেনের গোডাউনের তালা কেটে আনুমনিক সাত লাখ টাকা মুল্যের ৭ টন জিংক সালফেট সার চুরি হয়ে যায়।

এ ঘটনায় ব্যবসায়ী জাকির কাহালু থানায় অভিযোগ করলে কাহালু থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা অভিযান চালিয়ে গতকাল শনিবার রাতে উল্লেখিত ৩ জনকে গ্রেফতার করে।

এরপর গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মতে আজ রোববার (৩ মার্চ) দুপুরে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রাম  থেকে ব্যবসায়ী জাকিরের চুরি যাওয়া ৩৩ বস্তা জিংক সালফেট সার উদ্ধার করে কাহালু থানায় নিয়ে আসে। পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS