নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে পিকনিকের একটি বাস উল্টে কমপক্ষে ২৩ জন আহত হয়েছে। আজ সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পূর্বপার্শ্বে স্বপ্নপূরী সড়কে ঘটনাটি ঘটে।
জানা যায়, ঠাকুরগাঁও থেকে একটি বাস ভ্রমণ পিপাসুদের নিয়ে নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপূরীতে আসার সময় চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এসময় সড়কের পার্শ্বে উল্টে যায় বাসটি। এতে প্রায় ২৩ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানান পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।