স্টাফ রিপোর্টার : বগুড়ায় শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়েছে। আজ মঙ্গলবার (৫ মার্চ) দুপুর থেকে এই অভিযান শুরু হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিমের নেতৃত্বে প্রায় আড়াই ঘন্টা ধরে চলে এই অভিযান। মূলত ঢাকার বেইলী রোডে রেস্তোরাঁয় অগ্নিকান্ডের পর বগুড়া শহরের রেস্টুরেন্টগুলোতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে কি না তা খতিয়ে দেখতেই এই অভিযান।
অভিযানকালে শহরের জলেশ্বরীতলার পিজ এন্ড বার্গ রেস্টেুরেন্টের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।