মফস্বল ডেস্ক : নীলফামারীর কিশোরগঞ্জে ছোট ভাই আওকাত হোসেন জুয়েলকে (১৭) হত্যার পর বড় ভাই মেহেদী হাসান (২৮) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। আজ মঙ্গলবার (৫ মার্চ) ভোরে উপজেলার রনচন্ডী ইউনিয়নের কুটি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে অভিযুক্ত বড় ভাই পুলিশী পাহারায় কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
নিহত আওকাত হোসেন জুয়েল ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছোট ছেলে ও রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, বড় ভাই মেহেদী হাসান মানসিক সমস্যায় ভুগছিল। সে এর আগেও বাড়িতে সবার সঙ্গে ঝামেলা করেছে। গতকাল সোমবার রাতে সে তার ছোট ভাইয়ের সঙ্গে একই বিছানায় ঘুমাতে যায। পরদিন ভোরের দিকে তাদের মা নামাজ পড়তে উঠলে ছেলের ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পান। ঘরে গিয়ে ছোট ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার করেন। এ সময় বড়ভাই মেহেদী হাসান বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ ঘটনায় বড় ভাইকে পুলিশী পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।