ভিডিও

আবহাওয়া ভাল থাকলে আম-লিচুতে লাভবান হওয়ার স্বপ্ন দিনাজপুরের চাষীদের

প্রকাশিত: মার্চ ০৫, ২০২৪, ০৫:৩১ বিকাল
আপডেট: মার্চ ০৫, ২০২৪, ০৫:৩১ বিকাল
আমাদেরকে ফলো করুন

দিনাজপুর প্রতিনিধি : আম-লিচুতে ভরপুর জেলা মোদের দিনাজপুর। ফাল্গুনের মাঝামাঝি সময় থেকেই দিনাজপুরের আম ও লিচু গাছগুলো মুকুলে মুকুলে ছেয়ে গেছে। এবার হয়তো লোকসান গুনতে হবে না তাই আনন্দিত চাষিরা। ইতোমধ্যে মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে মধু আহরণে গাছগুলো দখল করছে। মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়েছে সবখানে।

আম চাষী ও কাঁচামাল ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, গতবার বৃষ্টিপাত হওয়ায় আম ও লিচুতে লোকসান গুনতে হয়েছে। তবে এবার মুকুল দেখে তারা আশাবাদি। এবার ভালো ফলন হলে গত বছরের লোকসান পুষিয়ে নেওয়া যাবে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান জানান, চলতি মৌসুমে আম ৫ হাজার ৬শ’ ও লিচু সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। ফল গাছগুলোতে প্রচুর মুকুল এসেছে। এখন পর্যন্ত আবহাওয়া ভালো রয়েছে।

আবহাওয়া ভালো থাকলে এবার দিনাজপুরে আম-লিচুর বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS